কড়চা রিপোর্ট : আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা মহিলালীগ আলোচনা সভা ও দোয়া মহফিলের আয়োজন করেছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা মহিলালীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদা সাখাওয়াৎ, সাংগঠনিক সম্পাদক কাজী শিউলী, শ্রমবিষয়ক সম্পাদক কাজী পিটু, কোষাধ্যক্ষ কাজী হুসনে আরা, জেলা যুব মহিলালীগের সভাপতি মোশের্দা হোসেন মিতু, পৌর মহিলালীগের সভাপতি সখিনা জেবা, যুবলীগ নেত্রী ফরিদা আহমেদ কণা, সেলিনা খাতুন ও শিরিন আক্তার মুক্তা।
পরে ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
কড়চা/ বিসি