একাকীত্বের নিঃসঙ্গতা

চৈতালি চৈতি

একাকীত্বের নিঃসঙ্গ হাওয়া
নিদারুণ কষ্টে নাড়িয়ে যায়,
আমার মনের দক্ষিণ পার।
আমি গোপন কল্পনার
সুখে আচ্ছন্ন হয়ে,
এক দীর্ঘশ্বাস ফেলি,,,
তোমার উত্তরে।।
আমার একজোড়া চোখের
কত অনুনয় বিনয়।
তোমাকে শুধুমাত্র একটু দেখার আশায়।
আমার এ নিস্তব্ধ সময়ে
চাইছি প্রচণ্ড ভাবে,
তোমার অগনিত কোলাহল।
একঝাঁক পাখি উড়ে যায়
ফিরে চায় না, ঠিক তোমার মতো। আমি ঠিকই নির্বিকার
চেয়ে থাকি। তুমি কিভাবে
চলে যাও? একটিবার
ফিরে আসো না।
আমার ভেতর ভরে যায়
বরষায়, তখনই ভরসা করি
তোমার প্রেম। একাকীত্বের অস্তিত্ব বিলীন হয়,
গভীর কিছু টানে।
মন উপচিয়ে বাহিরে পড়ে
হৃদয় নিংড়ানো ভালোবাসা।
কোথায় থাকো তুমি?
কাছে এসে, চোখের জল মুছে
কখনো বলোনিতো
আমাকে খুব ভালোবাসো।।

Facebook Comments Box
ভাগ