এম.আর.লিটন এর গুচ্ছকবিতা

মাস্ক

নিউজ প্রিন্টের হেডলাইনে ছড়িয়ে পড়েছে মাস্ক
মাস্কের ভেতর থেকে বেড়িয়ে আসছে মুখোশ

পাউরুটি আর ডিম খেয়ে
আরামে
বালিশে মাথা রেখে ঘুমিয়ে আছে বিশাল সমুদ্র

ভদ্রলোক

সবাই তাকে রহস্যময় নিষিদ্ধ নগরী বলে
তুমুল ঘামে স্তন বেয়ে ভিজে যাচ্ছে নাভি

বর্ষার জলে যৌবন পেয়েছে কিশোরী নদী
কাদা-জল ঘোলা করে সাঁতরায় রাজহাঁস

আবার কেউ সুযোগ না পেয়ে ভদ্রলোক

ঋতুবদল শেষে

ক্ষেতগুলো লাঙলের অপেক্ষায়
সহবাস চায়
বর্ষার পানি নেমে গেছে
ঋতুবদল শেষ কিযে উত্তেজনা

কৃষক আবারো লাঙল নিয়ে ফিরবে ক্ষেতে
হাত-পায়ে তাঁর কাদা মাটির গন্ধ ছড়াবে

কৃষাণীও প্রস্তুত
কৃষককে সঙ্গ দিবে

ভাদ্রমাস

যুবতী যখন ঘর থেকে বের হলো
ভাদ্রমাস

কুকুরগুলো বেপরোয়া চারপাশে
লালসা জিহবা বেয়ে অন্ধকার নামে
জলাতঙ্ক

সামনে বাঁকামোড় তারপর রাস্তা
কিছুদূর হাঁটলে ওভার ব্রিজ
এবং ল্যাম্পপোস্ট

ভাদ্রমাস
যুবতী মেয়ে ল্যাম্পপোস্টের আলোতে
সিঁড়ি খুঁজে

ওভার ব্রিজ পার হয়ে
মেয়েটি কী বাড়ি ফিরবে ?

পোষা বিড়াল

পোষা বিড়ালটা আমাদের
মাছভাজা খায় লুকিয়ে

নিমন্ত্রণ করে নিয়ে আসে
পাশের বাসার বন্ধু বিড়ালকে

ওরা বুঝে না
ইলিশ আমাদের জাতীয় মাছ

Facebook Comments Box
ভাগ