কন্ঠশিল্পী শম্পী জামানের নতুন গান ’প্রশ্ন’
কড়চা ডেস্ক : প্রশ্নের কোনো শেষ নেই। জীবনের শুরুই হয় প্রশ্ন দিয়ে। আমাদের হাজারো প্রশ্নের ভীরের মধ্যেই ‘প্রশ্ন’ শিরোনামে নতুন গান রিলিজ করলো জনপ্রিয় কণ্ঠশিল্পী শম্পী জামান।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এই গানটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়ে গেলো। শম্পী জামানের নিজের লেখা এ গানের সুর করেছেন আলী মোস্তফা। গানটির প্রযোজনা ও পরিবেশনায় মাই সাউন্ড।
কথা ও সুরের অপূর্ব সমন্বয়ে ভালো লাগার মতো একটি গান। আশাকরি আপনারও ভালো লাগবে। ফেসবুক পেইজ ‘মাই চ্যানেল’ টিউন করলেই গানটি পেয়ে যাবেন।
Facebook Comments Box