অসীম সীমান্তে সীমাবদ্ধ
সেঁজুতি সাহা
সহস্র আঁধার ভেঙ্গে এই মাঝ রাস্তায়
থমকে পৃথিবী..
পেছনে হাজার হাজার প্রায় নিস্প্রাণ,
বিলীন পথ রেখা।
চিৎকার কানে লাগে,
থেমে যাও পথ, থেমে যাও
তরতর করে বেয়ে চলা পথ
সবেমাত্র বাঁক নেয়,
পেছন ঘুরে বলে,
কাঁদছ কেন?
এ গতি তো তোমার থেকেই শেখা।
সামনে নিকষ গাঢ় আঁধার
হাতরে হাতরে দু এক পা এগুতেই
শত সহস্র রঙের মাঝেই
অনিশ্চিত কৃষ্ণগহ্বরের দেখা,
মহারোলে একরাশ ভয় জেঁকে বসে।
আর সেই পথ,
আবারো বিকট হেসে বলে,
মনে পড়ে? কত অবহেলায়
করেছ আমায় একা!
তবু পৃথিবী বড্ড অনিশ্চিত
আশার শ্বাসেই বাঁচুক প্রাণ,
সময় না হয় সময় হলেই
করবে পরিত্রান।
Facebook Comments Box