কড়চা রিপোর্ট : ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পাঁচজন। এদের মধ্যে করোনায় চারজন এবং উপসর্গে একজন। এসময়ে ৩৮২ টি নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা শণাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২০ দশমিক ১৫ শতাংশ। রোববার ১৫ (আগস্ট) দুপুরে সিভিল সার্জন কার্যালয় এবং কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা.কাজী একেএম রাসেল বলেন, গত ২৪ ঘন্টায় আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পাঁচজন। এদের মধ্যে করোনায় চারজন এবং উপসর্গে একজন। এপর্যন্ত আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২৯০ জন। এদের মধ্যে করোনায় ৮১ জন এবং উপসর্গে ২০৯ জন। আজ দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭৯ জন রোগী। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৪১ জন।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৭ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ২৯ জন, সিংগাইরে ২৬ জন, শিবালয়ে পাঁচজন, দৌলতপুরে পাঁচজন, হরিরামপুরে পাঁচজন, ঘিওরে চারজন এবং সাটুরিয়া উপজেলায় রয়েছেন তিনজন।
তিনি আরও বলেন, জেলায় এ পর্যন্ত ৩৮ হাজার ৩৪৩ টি নমুনা পরীক্ষায় করোনা শণাক্ত হয়েছেন সাত হাজার ৩৭১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ২৯৬ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১১৮ জন।
কড়চা/ জেড এ বি