কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানিকগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল

কড়চা রিপোর্ট : কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপর মৌলবাদীদের হামলা ও ভাঙ্গার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ।

রোববার (৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ মানিকগঞ্জ জেলা শাখার ব্যানারে জেলা শহরের শহীদ রফিক সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কোর্ট চত্ত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্ত্বরে সমাবেশ করে দলীয় নেতাকর্মীরা।

সমাবেশে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাভোকেট আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম বাবলু, সুলতানুল আজম আপেল ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি, সদর উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান,যুবলীগ নেতা মশিউর রহমান, শুভ হক প্রমুখ।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ