ঘন কুয়াশা, নয় ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল শুরু

কড়চা রিপোর্ট : ঘন কুয়াশার কারণে নয় ঘন্টা বন্ধ থাকার পর আজ (১০ ডিসেম্বর) সকাল ৯ টায় শুরু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল। নৌপথের দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত ১২ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) কর্তৃপক্ষ।

বিআইডব্লিটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির অস্পষ্টতার কারনণ রাত ১২ টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে সকাল নয়টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসসহ পাঁচ শতাধিক যানবাহন।

কড়চা/ জেড এ

Facebook Comments Box
ভাগ