কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পয়লা ইউনিয়নের তেরশ্রী শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে সোমবার (১০ মে) কমরেড মনিসিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের উদ্যোগে কর্মহীন অসহায় দরিদ্র ও দুস্থ লোকজনের মাঝে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে চাল, ডাল সহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঘিওর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড বাবু দিলীপ দত্তের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মানিকগঞ্জ জেলা শাথার সভাপতি অধ্যাপক (অবঃ) আবুল ইসলাম শিকদার। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মো: আর্শেদ আলী মাস্টার।
জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মো: আর্শেদ আলী মাস্টার জানান, মানিকগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে মানিকগঞ্জ সদরে একটি শ্রমজীবী ক্যান্টিন খোলা হয়েছে। এখান থেকে প্রতিদিন রান্না করা খাবার এলাকার দুস্থদের মাঝে বিতরণ করা হচ্ছে। এছাড়া ৭টি ইউনিয়নে প্রায় এক হাজার দুস্থ ও কর্মহীন লোকজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তবে মরনব্যাধী করোনা কালীন সময়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
কড়চা/ এ আর