ঘিওরে বিট পুলিশিং এর আলোচনা ও মতবিনিময় সভা

আব্দুর রাজ্জাক : মানিকগঞ্জের ঘিওর থানা বিট পুলিশিং উপলক্ষে সাধারণ জনগণের সাথে পুলিশের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠ প্রাঙ্গনে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, ওসি তদন্ত মহব্বত খান, এসআই মোঃ কামাল, ঘিওর উপজেলা শাখার কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মাওলানা আব্দুল মতিন মুসা, কমিউনিটি পুলিশিং ফোরাম ঘিওর উপজেলা শাখার সাধারণ সম্পাদক লিটন কুমার আইচ, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু সহ এলাকার শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘিওর থানার (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্য নিয়ে আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সেবা দেয়ার জন্য উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছি। পুলিশ জনগণের বন্ধু। আপনারা পুলিশকে ভয় পাবেন না। পুলিশ সার্ভিস বন্ধু হিসেবে আপনাদের পাশে থাকবে। আপনাদের অভিযোগ বিট পুলিশিং অফিসে এসে জানাবেন। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।

ঘিওর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল বলেন, বিট পুলিশিং কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ জনগণ খুব সহজেই পুলিশি সেবা পাচ্ছেন। গ্রাম্য আদালত পরিচালনা করার ক্ষেত্রে অনেক জটিলতা থাকে, কিন্তু বিট পুলিশিং কার্যক্রম থাকার ফলে সেসব জটিলতা খুব সহজেই নিরসন হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা জানান, এর আগে কমিউনিটি পুলিশিং সেবা চালু হয়েছে। ঘিওর উপজেলার ৭টি ইউনিয়নে বিট পুলিশিং সেবা চালু হয়েছে। এখন এ এলাকার মানুষকে পুলিশি সেবা পেতে কষ্ট করে থানায় যেতে হবে না। যার যার ইউনিয়নেই বিট পুলিশ সেবা পাবেন। এলাকাবাসী তাদের অভিযোগ বিট পুলিশ অফিসে করতে পারবে। এতে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে।

কড়চা/ এ আর

Facebook Comments Box
ভাগ