ছাত্রলীগ নেতার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সংসদ সদস্য কন্ঠ শিল্পী মমতাজ বেগম

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য কন্ঠ শিল্পী মমতাজ বেগম। মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে ঢাকা সিংগাইর সড়কের বাস্তা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগ আয়োজিত মানববন্ধনে সংসদ সদস্য একথা বলেন।

ধল্ল্যা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফেরদৌস হোসেনের সভাপতিত্বে সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন সংসদ সদস্য মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান, সাঈদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন বাদল, ওবায়দুল হক, পৌর মেয়র আবু নঈম বাশার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার প্রমুখ।

মানববন্ধনে সংসদ সদস্য মমতাজ বেগম বলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুকে কে হত্যা করেছে তা প্রশাসন জানেন, অথচ নামমাত্র ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কোন ষড়যন্ত্রের কারণে পুলিশ এখনো হত্যার মূল আসামি ও হত্যার মাস্টার প্ল্যানকারীদের গ্রেপ্তার করতে পারেনি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে মিরু হত্যার সাথে জড়িত ও হত্যা পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করতে হবে। হত্যাকারীদের শাস্তির দাবিতে সিংগাইরে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে। আসামিদের গ্রেপ্তার করা না হলে আন্দোলনকারীদের ঘরে ফিরিয়ে নেওয়া কষ্ট হবে।

প্রসংগত, গত ১ মার্চ দিবাগত রাতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু আহত হন। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মিরু মারা যান। এই ঘটনায় মিরুর ভাই রিয়াজুল করিম হিরু বাদি হয়ে মামলা করেন।

কড়চা/ বি সি

Facebook Comments Box
ভাগ