এম আর লিটন : ৩ নভেম্বর জেল হত্যা ও ৪ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেল ৪ টায় উদীচী মানিকগঞ্জ জেলা কার্যালয় প্রাঙ্গণে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাড. দীপক কুমার ঘোষ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. বদরুল ই্সলাম বাবলু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলার উপদেষ্টা প্রফেসর ঊর্মিলা রায়, সহ সভাপতি লক্ষ্মী চ্যাটার্জী, সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক বাসুদেব সাহা, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য জামাল উদ্দিন মাস্টার। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সাখাওয়াৎ হোসেন খান ।
বক্তারা বলেন, এ দেশকে নেতৃত্ব শূন্য করার জন্য বঙ্গবন্ধুকে এবং জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। এরপর ৭২’র সংবিধান বাদ দিয়ে ধর্মীয় রাষ্ট্র পরিণত করার জন্য রাষ্ট্রধর্ম করা হয়েছে। আমাদের ৭২’র সংবিধান শেষ্ঠ সংবিধান। ১৯৭২ সালের ০৬ ডিসেম্বর প্রথম সংবিধান চালু হয়েছিলো । দুঃখজনক হলেও সত্য, বঙ্গবন্ধুর হত্যার পর আমাদের সংবিধান বার বার পরিবর্তন করা হয়েছে । মুক্তিযুদ্ধের চেতনা বাদ দিয়ে রাষ্ট্রকে ধর্মভিত্তিক, সাম্প্রদায়িক এবং পাকিস্তানের শাসন ব্যবস্থা চালু করার চেষ্টা করেছে জিয়াউর রহমান ও এরশাদ ।
বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং ৭২’র সংবিধান চালুর আহ্বান জানান বক্তরা ।
কড়চা/ এম আর এল