ডা. অপূর্ব চৌধুরীর নতুন বই : ভাইরাস ও শরীর

“সৃষ্টির শুরু থেকে চলছে মানুষ এবং জীবাণুর সংগ্রাম । কখনো মানুষ জয়ী হয়, কখনো জীবাণুর বিজয় । ভাইরাসের সাথে মানুষের এমন লড়াইয়ে ভাইরাস এবং শরীর নিয়ে জানা তাই জরুরি ।

২০২০, ভাইরাসের বছর । নতুন করোনাভাইরাস SARS-CoV-2 । ভাইরাস বদলে দিয়েছে জীবন, অর্থনীতি, স্বাস্থ্য এবং শরীর । বইটিতে ত্রিশটি প্রবন্ধের সমন্বয়ে, চারটি পরিচ্ছেদে বিভক্ত – ভাইরাস, করোনাভাইরাস, শরীর এবং বিবিধে এসেছে ভাইরাসের জন্ম-কথা, প্রাত্যহিক জীবন সংশ্লিষ্ট মোবাইল ফোনের কথা, শরীরে বাসা বাঁধা বিভিন্ন রোগে মৃত্যুর পরিসংখ্যান থেকে বাদুড়ের ভাইরাস বহনের কথা, ভালো ঘুমের রহস্য থেকে ভিটামিনের গল্প, ওষুধ বিজ্ঞানের জটিল ব্যাখ্যাগুলো সহজ করে বলার সাথে সাথে শরীর এবং স্বাস্থ্য নিয়ে চিকিৎসা বিজ্ঞানের জটিল ব্যাখ্যাকে করা হয়েছে সাধারণের বোধগম্য ।

‘ভাইরাস ও শরীর’ বইটি চিকিৎসা বিজ্ঞানের এক সাবলীল বিশ্লেষণ ।”

বইমেলা ২০২১-এ কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক ডা. অপূর্ব চৌধুরীর নতুন বই :

ভাইরাস ও শরীর
ডা. অপূর্ব চৌধুরী
প্রচ্ছদ : ধ্রুব এষ
পৃষ্ঠা : ২৫৬
মলাট মূল্য : ৩৫০ টাকা
প্রকাশনী : চৈতন্য প্রকাশন
স্টল নং ৩৩২-৩৩৩

Facebook Comments Box
ভাগ