তারেক রহমানের ৫৬তম জন্মদিন, মানিকগঞ্জ জিয়া পরিষদের শীত বস্ত্র বিতরণ

কড়চা রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষে ৩০ নভেম্বর মানিকগঞ্জ জেলা জিয়া পরিষদ এর উদ্যোগে গরিব ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক এডঃ জামিলুর রশিদ খান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক ও বিএনপি’র মেয়র প্রার্থী আতাউর রহমান আতা, যুগ্ম আহ্বায়ক এডঃ আ.ফ.ম. নুরতাজ আলম বাহার, যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান মুকুল, মানিকগঞ্জ জেলা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক এডঃ হুমায়ুন কবীর, যুগ্ম আহ্বায়ক এডঃ তানিয়া আজাদ, যুগ্ম আহ্বায়ক হালিমুর রহমান ডিউক, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপি’র সদস্য লুৎফর করিম পিন্টু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ মাহাবুবুল আলম উজ্জল, জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওঃ হাবিবুল্লাহ নোমানী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে শতাধিক গরিব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানিকগঞ্জ জিয়া পরিষদের সদস্য সচিব এডঃ সোহরাব হোসেন।

Facebook Comments Box
ভাগ