দেবেন্দ্র কলেজের অধ্যক্ষের বাসভবনের বাউন্ডারী নিয়ে স্থানীয়দের ক্ষোভ

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জ পৌরসভা কর্তৃক গঙ্গাধরপট্টির ‘বি’ ব্লকের রাস্তার নির্মাণ কাজ চলছে। কোথাও কোন সমস্যা না থাকলেও এই রাস্তায় অবস্থিত দেবেন্দ্র কলেজের অধ্যক্ষের বাসভবনের বাউন্ডারী খুব স্পষ্ট ভাবেই নির্মাণাধীন রাস্তার অনেকটা দখল করে রয়েছে। ফলে রাস্তার এ অংশ সরু হয়ে যান চলাচলে বিঘ্ন ছাড়াও সৌন্দর্য নষ্ট হয়েছে। দীর্ঘদিন ধরেই এলাকার মানুষ বিভিন্ন ফোরামে এ বিষয়ে কথা বলেও কোন লাভ হয়নি। এ ব্যাপারে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ক্রমান্বয়ে বেড়েই চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দেবেন্দ্র কলেজের একজন শিক্ষক বলেন, সব অধ্যক্ষই চাকরির শেষ পর্যায়ে এখানে বদলি হয়ে আসেন। তাই কেউই এ বিষয়টি নিয়ে মাথা ঘামান না।

মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিল্লাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দেবেন্দ্র কলেজের বর্তমান অধ্যক্ষের চাকরির মেয়াদ অল্পদিন থাকায় নতুন অধ্যক্ষ আসার পর আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এলাকার মানুষের দাবি, নবনির্বাচিত পৌর মেয়র রমজান আলী এ ব্যপারে আন্তরিক হলে বিষয়টির একটি সুষ্ঠ সমাধান হবে।

কড়চা/ জেড এইচ

Facebook Comments Box
ভাগ