দৌলতপুরে দরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

মো:শাহ আলম : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় অসহায় হত-দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার ও প্রতিবন্ধি পরিবারের মাঝে ভ্যান ও শেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (১০ মে) বেলা ১১ টার দিকে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস এসব সামগ্রী বিতরণ করেন।

দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় হত-দরিদ্র ৫ শত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়াও প্রতিবন্ধি শিশুর পরিবারের মাঝে ৭ টি ভ্যান ও ৮ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরুল হাসান, উপজেলা চেয়ারম্যান মো: নুরুল ইসলাম রাজা, উপজেলা সহকারী কমিশনার ভূমি জুয়েল আহম্মেদ,থানা অফিসার ইনচার্জ মো:রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, জিয়নপুর ইউপি চেয়ারম্যান মো: বেলায়েত হোসেন, কলিয়া ইউপি চেয়ারম্যান মো: জাকির হোসেন, ধামশ্বর ইউপি চেয়ারম্যান সাদেকুর রহমান তুলা, চরকাটারী ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ আমরা একটি বছর ধরে করোনার সাথে লড়াই করছি। আমরা আশা করছি পাশের দেশের মত আমাদের অবস্থা হবে না। যদি হয় তাহলে ত্রান নেওয়ার মত লোক খুঁজে পাওয়া যাবে না। দোয়া করি আল্লাহ আমাদের হেফাজত করুক। আপনাদের কাছে অনুরোধ, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে দৌলতপুর উপজেলায় ইতিমধ্যেই বিশ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। এ ছাড়াও ভিজিএফ এর আওতায় আরও এক কোটি আঠার লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
আপনাদের কারও বাড়িতে খাবার না থাকলে ফোন করলে আমরা খাবার পৌঁছে দিব। আপনারা ঘরে থাকুন।

জেলা প্রশাসক বলেন, যে কোন প্রাকৃতিক দুর্যোগে বসুন্ধরা আমাদের পাশে থাকে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

কড়চা/ এস এ পি

Facebook Comments Box
ভাগ