কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের দৌলতপুরে নিখোঁজের সাড়ে ৫ ঘন্টা পর মেঘলা আক্তার (০৫) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে দৌলতপুরের চকমিরপুর এলাকার একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। এর আগে সকাল ১০টার দিকে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু মেঘলা।
নিহত মেঘলা আক্তার দৌলতপুর উপজেলার চকমিরপুর এলাকার সাঈদ মিয়ার মেয়ে।
আরিচা ফায়ার স্টেশনের অফিসার মজিবর রহমান জানান, সকালে খেলার সময় হঠাৎ করে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায় শিশু মেঘলা আক্তার। র্দীঘ সময় খোঁজাখুজির পর তাকে না পেয়ে দুপুর সোয়া দুইটার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেয় এলাকাবাসী।
পরে ফায়ার সার্ভিসের ৮ সদস্যের একটি ডুবুরী দল প্রায় এক ঘন্টার চেস্টার পর পানিতে ডোবা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
কড়চা/ এ এ