কড়চা রিপোর্ট : পুঁজিবাজারে কারসাজির দায়ে সিরামিক খাতের কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালকদের বিশাল অংকের জরিমানা করা হয়েছে। কোম্পানিটির স্বতন্ত্র পরিচালক ছাড়া বাকী সব পরিচালকের প্রত্যেককে ১ কোটি টাকা করে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিএসইসির ৭৬১তম কমিশন সভায় এই জরিমানা করা হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
এছাড়াও একই অপরাধে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে ১০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
যাদেরকে জরিমানা করা হয়েছে, তাদের মধ্যে আছেন মুন্নু সিরামিকের চেয়ারম্যান আফরোজা খান, পরিচালক হুরুন নাহার রশিদ, রাশেদ সামিউল ইসলাম ও রাশেদ রাফিউল ইসলাম।
কড়চা/ এস কে
Facebook Comments Box