প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও প্রচার, যুবক গ্রেপ্তার

কড়চা রিপোর্ট : ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও শেয়ারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শেখ মানিক (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৬ মে) বেলা সাড়ে ১১ টার দিকে তাকে মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়। মঙ্গলবার (২৫ মে) রাতে ঢাকা থেকে তাকে আটক করেছে শিবালয় থানা পুলিশ।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির জানান, গত ৪ এপ্রিল শিবালয় উপজেলার দাসকান্দি গ্রামের মৃত নেয়ামত আলীর ছেলে শেখ মানিক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি কুরুচিপূর্ণ ভিডিও শেয়ার করেন। এ বিষয়ে গত ২৩ এপ্রিল শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সম্পাদক মো. ইমরান চৌধুরী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মানিক বিএনপির সমর্থক বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ