কড়চা রিপোর্ট : জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতার নামে বিএনপি-জামায়াতের মদদপুষ্ট উগ্র মৌলবাদ, জঙ্গিবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্ত ছড়ানোর প্রতিবাদে মানিকগঞ্জে মানবববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কামান্ডার বীর মুক্তিযোদ্ধা মমিন উদ্দিনের সভাপতিত্বে ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা এবিএম হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তুষার কান্তি সরকার, বীর মুক্তিযোদ্ধা দীপক কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা শাখাওয়াৎ হোসাইন খান, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বাধা দেয় তারা এদেশের মঙ্গল চায় না। এসব মৌলবাদীদের যারা মদদ দেয় তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। সেই সাথে বিশ্বের বিভিন্ন মুসলিশ দেশে ভাস্কর্য রয়েছে বলে জানান।
কড়চা/ এস কে