কড়চা রিপোর্ট : কুষ্টিয়ায় নির্মাণাধীণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ করেছে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন মানিকগঞ্জ জেলা শাখা।
বুধবার (৯ জানুয়ারি) দুপুরে শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সংগঠনটির জেলা শাখার সভাপতি মো: ইসরাফিল হোসেনের সভাপতিত্বে এবং দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান হান্নান, শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান জানু প্রমুখ।
প্রতিবাদসভা শেষে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে। এতে জেলার সকল উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কড়চা/ জেড এ