বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী, মানিকগঞ্জে স্মৃতি ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

এম.আর.লিটনঃ মানিকগঞ্জে বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১ টায় স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় শহরের স্যাক মিলনায়তনে সমাজিক দূরত্ব বজায় রেখে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি অ্যাড. দীপক কুমার ঘোষ-এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্টঁ ডা. পঙ্কজ মজুমদার, বারসিক এর আঞ্চলিক সমন্বয়ক বিমল রায়, স্যাক এর সাধরণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, জাসদ নেতা শফিকুল ইসলাম চপল ও সমাজ সেবক মাহমুদুল ইসলাম খান মামুন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ তথা ১৯৭২ সালের সংবিধানের আলোকে দেশ পরিচালনাসহ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার আহ্বান জানান।

কড়চা/ এম আর এল

Facebook Comments Box
ভাগ