মানিকগঞ্জের দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিলো গার্ল গাইডস অ্যাসোসিয়েশন

কড়চা ডেস্ক : মানিকগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিয়েছে জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশন।বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ১০ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে নগদ এক হাজার টাকা তুলে দেওয়া হয়।

মানিকগঞ্জ জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের কমিশনার ও এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা জাহান সহ এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, মানিকগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামালগীর হোসেন, জেলা শিক্ষা কার্যালয়ের প্রশিক্ষণ সমন্বয়ক আকলিমা আক্তার আখি, গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক সালমা আখতার শিলু প্রমুখ।

এর আগে জেলার কারিগরি ও মাদ্রাসা সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে উপজেলা কমিটি গঠনসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা কমিটি গঠনের জন্য জেলা শিক্ষা কার্যালয়ের প্রশিক্ষণ সমন্বয়ক আকলিমা আক্তার আখিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কড়চা/ জেড এ বি

Facebook Comments Box
ভাগ