মানিকগঞ্জে অসহায় মানুষদের অনুদানের চেক প্রদান

কড়চা রিপোর্টঃ মানিকগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন পেশার অসহায় মানুষদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সাহায্য এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও ‍দুস্থ্য ব্যক্তিদের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই চেক বিতরণ করেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস। এসময় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জোয়ারদার মহিউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লাভলী খানম উপস্থিত ছিলেন।

সদর উপজেলা প্রশাসন জানায়, জাতীয় সমাজকল্যান পরিষদের অর্থায়নে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চারজন দুস্থ্য ব্যক্তির প্রতিজনকে ২০ হাজার টাকা করে ৮০ হাজার টাকা, ধর্ম মন্ত্রণালয়ের অর্থায়নে ২১ টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৫ লাখ ৫৫ হাজার টাকা, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে শিল্পী ও হতদরিদ্র শিল্পীদের ৫ লাখ ১২ হাজার টাকার অনুদানের চেক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে সততা সংঘের দুইজন শিক্ষার্থীর প্রতিজনকে ৬ হাজার টাকা করে ১২ হাজার টাকা চেক প্রদান করা হয়।

সদর উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে সদর উপজেলার ৩০ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১৫ লাখ টাকা প্রদান করা হয়। এদের মধ্যে ১১ জন রয়েছেন মানিকগঞ্জ পৌর এলাকার বাসিন্দা।

Facebook Comments Box
ভাগ