মানিকগঞ্জে ইয়াবা ব্যবসায়ী আটক

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জ সদর উপজেলায় মো. ফরিদ মোহাম্মদ সৈকত(৪৬) নামের এক মাদক ব্যবসয়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার দিঘী ইউনিয়নের নতুন বস্তি এলাকা থেকে ৩১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃত ফরিদ মোহাম্মদ সৈকত সদর উপজেলার নতুন বস্তির এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদ মোহাম্মদ সৈকতের বাড়ি থেকে ইয়ারাসহ তাকে আটক করা হয়। আটকের পর তাকে মানিকগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকবর আলী খাঁন জানান, তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ