মানিকগঞ্জে করোনা প্রতিরোধে ফের মাঠে নামলো পুলিশ

কড়চা রিপোর্ট : করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ফের মাঠে নেমেছে মানিকগঞ্জ পুলিশ।  ‘মাস্ক পরার অভ্যেস/ করোনামুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে স্বাস্থ্যবিধি পালনে রোববার (২১ মার্চ) সকালে শহরের শহীদ রফিক চত্তরে উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বিজ্ঞ পিপি আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হবিবুর রহামন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা যুবলীগের আহ্বায়ক ও প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সালেহা ইসলাম, পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আবু মো: নাহিদ, ১নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ মাস্টার, নারী সংরক্ষিত কাউন্সিলর নাজমা আক্তারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, স্বাস্থ্যবিধি না মানায় করোনা ভাইরাস দিনদিন বাড়ছে। তাই করোনা মুক্ত থাকতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়তে হবে। প্রথম ধাপের মতো রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতায় করোনার দ্বিতীয় ধাপও আমারা নিয়ন্ত্রণে সফল হবো।

সভা শেষে পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

প্রসংগত, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রয়ণ ও গবেষণা ইনস্টিটিউট কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি পালনে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে ২১ মার্চ থেকে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটকে পূর্বের ন্যায় সারাদেশে একযোগে কাজ করার নির্দেশ দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ