মানিকগঞ্জে ঘুড়ি উড়াতে গিয়ে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

কড়চা রিপোর্টঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঘুড়ি উড়াতে গিয়ে সাপের কামড়ে মো.হাসিবুল ইসলাম (১৫) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার দিয়ারচর শাকরাইল এলাকার এই দুর্ঘটনা ঘটে। রাতে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত হাসিবুল টাংগাইল সৃষ্টি একাডেমীর ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

স্বজন ও প্রতিবেশী নাসির খান জানান, শনিবার বিকেলে হাসিবুল ও তার বন্ধুরা মিলে বাড়ির পাশের মাঠে ঘুড়ি উড়াতে যায়। ঘুড়িটি একপর্যায়ে ঝোপঝাড়ে আটকে যায়। পরে সেখান থেকে ঘুড়িটি আনতে গেলে বিষধর সাপ তাকে কামড় দেয়। চিৎকার শুনে বন্ধু ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শিবালয় উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রাতে মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তরের পথে তার মৃত্যু হয়।

Facebook Comments Box
ভাগ