কড়চা রিপোর্টঃ মানিকগঞ্জ জেলা পরিষদের রাজস্ব তহবিলের আওতায় ১৬৫ জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা পরিষদে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির চেক প্রদান করেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন।
গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে এস এস সি ও সমমানের ১৩৩ জনকে চার হাজার টাকা এবং এইচ এস সি ও সমমানের ৩২ জনকে পাঁচ হাজার টাকা করে ১৬৫ জন মেধাবী শিক্ষার্থীকে ছয় লাখ বিরানব্বই হাজার টাকা এককালীন বৃত্তি প্রদান করা হয়।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর রে শাহওয়াজ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: শামীম মিয়া, সহকারী প্রকৌশলী মো: মোজাম্মেল হক, প্রধান সহকারী মো: আফজাল হোসেনসহ পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box