কড়চা রিপোর্ট : পবিত্র রমজান উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার ৫হাজার দরিদ্র ও দু:স্থ পরিবারের মাঝে ৫শ’ টাকা করে প্রধান মন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে গড়পাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠনিকভাবে দরিদ্র ও দু:স্থ পরিবারের হাতে নগদ টাকা দিয়ে এই কার্যক্রমের শুভ সূচনা করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
এসময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাদেশে সহায়তার অংশ হিসেবে মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রত্যেকটির ৫শ পরিবার হিসেবে মোট ৫ হাজার পরিবারকে এই সহায়তা দেওয়া হচ্ছে। আসছে ঈদ উপলক্ষেও প্রধান মন্ত্রীর সহায়তা বিতরণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
কড়চা/ এস কে