যারা পিঁয়াজের বাজার উর্ধমুখী করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে———-বাণিজ্য সচিব ডক্টর জাফর উদ্দীন
কড়চা রিপোর্ট : দেশে পিয়াজের বাজার উর্ধমুখীর জন্য দেশপ্রেমহীন কিছু সিন্ডিকেট ব্যবসায়ীদের দায়ি করেছেন মানিকগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার সভায় বক্তারা। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ডক্টর জাফর উদ্দীন।
জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে মানিকগঞ্জ সার্কিট হাউজে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, ক্যাবের জেলার সাধারণ সম্পাদক সামছুন্নবী তুলিপ প্রমুখ। মতবিনিময় সভায় প্রান্তিক কৃষক, ব্যবসায়ী, প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, বাজার মনিটরিং কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে পিঁয়াজের বাজার উর্ধমুখী নিয়ে বাপক আলোচনা হয়। সভায় কৃষকরা জানান, বাজারে যে পিঁয়াজ বীজ পাওয়া যায় তার চেয়ে ভারতের পিঁয়াজ বীজ উৎপাদন করলে দ্বিগুনের বেশি ফসল উৎপাদন করা যায়। সেই সাথে সরকারের পক্ষ থেকে উন্নত মানের বীজ, স্বল্পসুদে ঋন ও পিয়াজ সংরক্ষনের উপর জোড় দিতে হবে। সভায় অধিকাংশ বক্তরা বলেন, পিঁয়াজের ঘাটতি না থাকলেও বর্তমানে পিঁয়াজের বাজার উর্ধমুখীর জন্য দেশপ্রেমহীন একশ্রেণির সিন্ডিকেট ব্যবসায়ী দায়ি।
বাণিজ্য সচিব ডক্টর জাফর উদ্দীন বলেন, ভারতের পিঁয়াজ রপ্তানী বন্ধ করে দিয়েছে এমন সংবাদের একদিনের ব্যবধানে দেশে পিঁয়াজের দাম বৃদ্ধি করার কোন কারণ নেই। এখনো ভারতের পিঁয়াজ আমাদের দেশে আসেনি, তার পরেও পিঁয়াজের বাজার কিছুটা কমে এসেছে। সরকার পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশিল রাখার জন্য সব ধরনের কাজ করে যাচ্ছে। যারা পিঁয়াজের বাজার উর্ধমুখী করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। সেই সাথে তিনি জানান, দেশে পিঁয়াজ আমদানীমুখী না করে কিভাবে রপ্তানীমুখী করা যায় এর জন্য সরকার তিন বছর মেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করেছে।
সচিব আগামীতে বেশি করে পিঁয়াজ বপন করার জন্য তিনি কৃষকদের আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে কৃষকদের সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। সেই সাথে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার যাতে স্থিতিশিল থাকে এর জন্য বাজার মনিটরিং আরো জোরদার করার নির্দেশ দেন তিনি।
কড়চা/ বি সি