মানিকগঞ্জে বিনামূল্যে পাটচাষীদের মাঝে সার বিতরণ

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জে উন্নত প্রযুক্তির পাট ও পাটবীজ উৎপাদনে সরকারিভাবে বিনামূল্যে পাটচাষীদের মাঝে সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ জুলাই) দুপুরে সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় তালিকাভুক্ত ২শত ৫ জন পাটচাষীদের মাঝে প্রত্যেককে ৫ কেজি ইউরোরিয়া, ২ কেজি টিএসপি ও আড়াই কেজি এমওপি মিলে সাড়ে ৯ কেজির একটি প্যাকেট বিতরণ করা হয়।
জেলা পাট উন্নয়ন অফিসার মো. জিয়াউর রহমান খান, উপজেলা তথ্য অফিসার খুরশীদ রহমান, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা ও জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন সহ ইউপি সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
কড়চা/ এ এইচ
Facebook Comments Box
ভাগ