মানিকগঞ্জ জেলা সমিতি ইতালির পক্ষ থেকে সভাপতি মোঃ নায়েব আলী, সাধারণ সম্পাদক জহিরুল হক চঞ্চল ও সাবেক সাধারণ সম্পাদক (বর্তমান সম্মানিত সদস্য) মোজাম্মেল হোসেন মোল্লা তাদের নিজস্ব তহবিল থেকে এই অর্থ প্রদান করেন। সমিতির পক্ষ থেকে অর্থ তুলে দেন মানিকগঞ্জ জেলা এস এস সি-৯৭ গ্রুপের মডারেটর মোঃ শফিকুল ইসলাম সেতু, মোঃ মতিউর রহমান রুবেল, সাংবাদিক মোঃ শফি আলম, মোঃ জাহিদ হাসান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির এ্যাডঃ দেওয়ান মতিন, সহ-সভাপতি মোঃ জুলহাস উদ্দীন (ঝন্টু), মসজিদের ইমাম ও খতীব মাওলানা আঃ বাছীর, মোহাম্মদ নয়ন প্রমুখ।
ইতালিস্থ মানিকগঞ্জ জেলা সমিতির সম্মানিত সদস্য মোজাম্মেল হোসেন মোল্লা বলেন, শুধু এ মসজিদই নয় পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে মসজিদের সংস্কারসহ নির্মাণেও অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। মানব কল্যানে অর্থ প্রদান করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। সমাজের অবস্থা সম্পন্ন ব্যাক্তিদের মহৎ কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।