মানিকগঞ্জে মাদকের বড় চালান আটক, গ্রেপ্তার ৫ মাদক ব্যবসায়ী

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জ সদর উপজেলায় ছাব্বিশ লক্ষ দশ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্যসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৯ জুলাই) মধ্যরাতে সদর উপজেলার পশ্চিম দাশড়া ও মত্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার বড় সরুন্ডী এলাকার বাবুল হোসেনের ছেলে আবুল হোসেন (৩৩), একই উপজেলার পশ্চিম দাশড়া এলাকার সেলিম মিয়ার ছেলে রিদুল হোসেন (২৫), মত্ত এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মোহাম্মদ ওয়াসিম (৩৪), চরমত্ত এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে মুন্নাফ বেপারী (৪৪) ও পশ্চিম দাশড়া এলাকার সেলিম মিয়ার ছেলে বিপুল মিয়া (৩৩)।

গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, নিয়মিত মাদক বিরোধী অভিযানের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ শত ৬১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ছাব্বিশ লক্ষ দশ হাজার টাকা। পরে আটককৃতদের জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের নামে সদর থানায় দুটি মাদক আইনে মামলা করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে আদালতে ২১ টি মাদক মামলা বিচারাধীন। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

কড়চা/ এ এইচ

Facebook Comments Box
ভাগ