কড়চা রিপোর্ট : মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মানিকগঞ্জ সদরে মো. আলমগীর হোসেন (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার বেতিলা-মিতরা এলাকার ডেফলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলার হাটাইল গ্রামের ইছামুদ্দিনের ছেলে। তিনি ঢাকায় থাই-এ্যালোমিনিয়াম ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়ি দৌলতপুর যাচ্ছিলেন ঐ ব্যবসায়ী। পথিমধ্যে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার ডেফলতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পিলারের সাথে ধাক্কা লাগলে গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে সিঙ্গাইরে তার মৃত্যু হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খাঁন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কড়চা/ এ এইচ