কড়চা রিপোর্ট : মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭২ তম জন্মদিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মানিকগঞ্জ জেলা শাখার আয়াজনে শহরের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে তার জন্মদিন পালন করা হয়।
জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম সুলতানুল আজম খান আপেল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুর রহমান জনি, সদস্য একেএম নুরুল হুদা রুবেল,মাহাবুবুল আলম সুমন ও খলিলুর রহমানসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে শহরের শহীদ রফিক সড়কে কয়েকশ’ অসহায়, দুস্থ্য ও রিকশা চালকদের মাধ্যে খাবার বিতরণ করেন নেতাকর্মীরা।
আলোচনা সভায় আব্দুর রাজ্জাক রাজা বলেন, শেখ কামাল একজন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের ক্রীড়া জগতের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি ক্রীড়া জগতের মাধ্যমে দেশকে এগিয়ে নিচ্ছিলেন। এছাড়াও সর্বদা দেশ ও মানুষের জন্য কাজ করতেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট খুনি জিয়াউর রহমান ও মোস্তাক ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদেরকে হত্যা করে। সেই খুনি জিয়া ও মোস্তাকের অনুসারিরা আজও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের এসব বিষয়ে সজাগ থাকতে হবে।
কড়চা/ এ এইচ