কড়চা রিপোর্ট : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মানিকগঞ্জ জেলার খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং সেনা মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে সাভার সেনানিবাসের ১৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন ফরহাদ উল হাসান খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধার পরিবার এবং সেনা মুক্তিযোদ্ধাদের মাঝে এই উপহার প্রদান করেন।
উপহার প্রাপ্তরা হলেন জেলার হরিরামপুর উপজেলার শহীদ বীরপ্রতীক মাহফুজুর রহমানের পরিবার এবং সিংগাইর উপজেলার সেনা মুক্তিযোদ্ধা রায়হান উদ্দিন, মো: আব্দুর রহমান ও সাটুরিয়া উপজেলার জানে আলম।
প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের পক্ষ থেকে তাদেরকে নগদ টাকা, শাড়ী, কাপড়সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
কড়চা/ এস কে
Facebook Comments Box