মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জে প্রাইভেটকারের চাপায় ফয়সাল হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাড়কের মানিকগঞ্জের বেতিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল সদর উপজেলার পূর্ব দাশড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, সন্ধ্যার দিকে বেতিলা এলাকায় ফয়সালের মোটরসাইকেলটিকে একটি প্রাইভেটকার চাপা দেয়। মোটরসাইকেলে ফয়সালের সাথে আরো দুই আরোহী ছিল। স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফয়সালের মৃত্যু হয়।

এঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ