মানিকগঞ্জে হেরোইনসহ যুবক আটক

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জ সদরে দুইলক্ষ টাকার মাদকসহ এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার বড় সরুন্ডী এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। আটককৃত যুবক মো. আরিফুর ইসলাম রনি (২৫) সদর উপজেলার কেওয়ারজানী এলাকার খোরশেদ আলীর ছেলে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় । তার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য ২ লক্ষ টাকা। পরে উদ্ধারকৃত মাদকসহ তাকে ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়। আটককৃতর বিরুদ্ধে সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আটককৃত যুবক মাদক সেবনের পাশাপাশি মাদক বিক্রয় করে আসছিল বলেও তিনি জানান।

কড়চা/এ এইচ

Facebook Comments Box
ভাগ