মানিকগঞ্জ পৌর নিবার্চন, মেয়র পদে নৌকার রমজান আলী বিজয়ী

মো: রমজান আলী

কড়চা রিপোর্ট : ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত মানিকগঞ্জ পৌর নিবার্চনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী মোঃ রমজান আলী নৌকা প্রতীক নিয়ে জয় লাভ করেছেন। তিনি পেয়েছেন ৩১ হাজার ৫৮৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি বিএনপি’র প্রার্থী আতাউর রহমান আতা ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ৩৩৪টি।

এছাড়া ১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আবুল কালাম আজাদ (স্বতন্ত্র), ২নং ওয়ার্ডে নূরুল ইসলাম কুন্ঠা (স্বতন্ত্র), ৩ নং ওয়ার্ডে তছলিম হৃদয় (আঃলীগ), ৪ নং ওয়ার্ডে আরশেদ আলী বিশ্বাস (আঃলীগ), ৫ নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক রাজা (আঃলীগ), ৬ নং ওয়ার্ডে শায়েক শিবলী (আঃলীগ), ৭ নং ওয়ার্ডে মোঃ কবির হোসেন (আঃলীগ), ৮ নং ওয়ার্ডে আবু মোঃ নাহিদ (বিএনপি) ও ৯ নং ওয়ার্ডে উজ্জ্বল হোসেন (আঃলীগ) নির্বাচিত হয়েছেন।

অপর দিকে সংরক্ষতি নারী কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে নাজমা আক্তার (আঃলীগ), ৪,৫,৬ নং ওয়ার্ডে রাজিয়া সুলতানা (আঃলীগ) ও ৭,৮,৯ নং ওয়ার্ডে জিয়াসমিন আক্তার (আঃলীগ) নির্বাচিত হয়েছেন।

কড়চা/ বি সি

Facebook Comments Box
ভাগ