কড়চা রিপোর্ট : আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেলেও আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচন করবেন গাজী কামরুল হুদা সেলিম। সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজী কামরুল হুদা সেলিম জানান, আগামীকাল মঙ্গলবার জেলা নির্বাচন অফিসে তিনি মনোনয়নপত্র দাখিল করবেন।
প্রসঙ্গত, গত নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী গাজী কামরুল হুদা সেলিম ১৩ হাজার ৪৪৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী নাসির উদ্দিন আহম্মেদ যাদু পেয়েছিলেন ১২ হাজার ২০৮ ভোট এবং আওয়ামী লীগের রমজান আলী পেয়েছিলেন ৯ হাজার ৯১৬ ভোট।
দলীয় সূত্রে জানা গেছে, গাজী কামরুল হুদা সেলিম ২০০৩ সাল থেকে টানা ২০১৪ সাল পর্যন্ত জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর পিপি আব্দুস সালাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৫ সালে মানিকগঞ্জ পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে তিনি জয়লাভ করেন। আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বিন্দ্বিতা করায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়। পরে দীর্ঘ চার বছর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
কড়চা/ এস কে