মাস্ক ব্যবহার না করায় হরিরামপুরে ১৬ জনকে জরিমানা

কড়চা রিপোর্টঃ মাস্ক ছাড়া অযথা বাইরে ঘোরাঘুরি করার দায়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে ১৬ জনকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে ৫০ জনের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
শনিবার (১১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত হরিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই অভিযান পরিচালনা করেন।

যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন ইয়াছিন, সাইমুম, মজিদ, আনন্দ,সোহেল, গনি, হাবিবুর রহমান, মাসুদ, আলিম, মোল্লা, নাইম, উজ্জল, অধির মন্ডল, অসীম, মজিবর, সুরেশ রাজবংশী, মামুন মিয়া, ও আবুল বাশার।

এ বিষয়ে মো. বিল্লাল হোসেন বলেন, করোনার সংক্রমণ এড়াতে আমাদের প্রত্যেকের মাস্ক পরা উচিত। তিনি বলেন, মাস্ক ছাড়া অযথা বাইরে ঘোরঘুরি করার দায়ে হরিরামপুর উপজেলা পরিষদ চত্বর এলাকা, লেছড়াগঞ্জ এবং ঝিটকা বাজারে অভিযান পরিচালনা করা হয়।

করোনাভাইরাস মোকাবিলায় মাস্ক পরিধানসহ সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে সর্বস্তরের জনগণকে অনুরোধ করেছে হরিরামপুর উপজেলা প্রশাসন। সেই সাথে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান নির্ধারিত সময় বিকাল ৪ টার পর (ফার্মেসী ব্যাতীত) সব ধরনের দোকান বন্ধ রাখার জন্য বাজার কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানদারদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসায়ী এবং সাধারণ জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে হরিরামপুর থানা পুলিশ। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
ভাগ