মুখে কালো কাপড় বেধে মানিকগঞ্জে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন

কড়চা রিপোর্ট : আগামী ১৯ ডিসেম্বর শিক্ষানবিশ আইনজীবীদের লিখিত পরীক্ষার প্রতিবাদে মানিকগঞ্জে মুখে কালো কাপড় বেধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় বাংলাদেশ সম্মিলিত শিক্ষানবিশ আইজীবী পরিষদ জেলা শাখা মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে এই মানববন্ধন বর্মসূচি পালন করে।
সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদের জেলা শাখার আহ্বায়ক রোমেজা আক্তার মাহিন, যুগ্ম আহ্বায়ক উদ্ধব চন্দ্র সরকার ও সদস্য সচিব মো.সাইদুর রহমানসহ অন্যান্যরা এতে বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের মধ্যেও বার কাউন্সিল অনিয়ম করে ১৯ ডিসেম্বর লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, আমরা এই পরীক্ষার সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং প্রত্যাখান করছি। ত্রা শিক্ষানবিশ আইনজীবীদের সনদের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ