যুবলীগের নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে থাকার আহ্বান যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের

কড়চা রিপোর্ট : আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল বলেছেন, যতদিন করোনা থাকবে, ততদিন সারা দেশে যুবলীগের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দেশের একটি মানুষও যেন না খেয়ে মারা না যায়। অসহায় ব্যক্তিদের ঘরে ঘরে যুবলীগের নেতাকর্মীরা খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যারা এমপি, মন্ত্রী মানেন না তারা যুবলীগ করতে পারবেন না। বাংলাদেশে যুবলীগের কোন গ্রুপিং থাকবে না। যুবলীগের একটি গ্রুপই থাকবে তা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রুপ।

বুধবার (১২ মে) দুপুরে মানিকগঞ্জ বিজয় মেলার মাঠে জেলা যুবলীগ আয়োজিত প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল এসব কথা বলেন।

জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনির সঞ্চালনায় সহস্রাধিক পরিবারকে ঈদের শাড়ি, লুঙ্গী ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

কড়চা/ বি সি

Facebook Comments Box
ভাগ