কড়চা রিপোর্ট : লকডাউনের শর্ত ভঙ্গ করে দোকান খোলা রাখা এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে মানিকগঞ্জের কয়েকটি দোকান মালিক ও ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার (৭ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪৯ টি মামলায় ৩৮ হাজার ২৫০ টাকা জরিমানা আরোপ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগন।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের জানান, ১ জুলাই থেকে এ পর্যন্ত জেলার সাতটি উপজেলায় ৮১ টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩৯৩ টি মামলায় ৪ লাখ ৬৯ হাজার ৪০ টাকা জরিমানা এবং একজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, মানিকগঞ্জসহ সারাদেশেই করোনা শনাক্তের হার বেড়ে যাওয়ায় ১ জুলাই থেকে ১৪ দিনের কঠোর লকডাউন চলছে। অবশ্য মানিকগঞ্জসহ আরও ৭ টি জেলায় লকডাউন চলছে ২২ জুন থেকে। করোনার সংক্রমণরোধে সরকারি নির্দেশণা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতার পাশাপশি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শর্তভঙ্গকারীদের জরিমানা ও শাস্তি প্রদান করা হচ্ছে। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
কড়চা/ জেড এ বি