কড়চা রিপোর্ট : থানার কাঙ্খিত সেবা নিতে আসা কোন মানুষের কাছ থেকে কোন প্রকার আর্থিক কিংবা অনৈতিক সুবিধা নেয়া যাবে না। তাদেরকে শতভাগ পুলিশি সেবা দেয়ার জন্য থানার অফিসারদের নির্দেশনা দিয়েছেন মানিকগঞ্জের সিংগাইর থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম মোল্লা।
রবিবার (২৩ মে) দুপুর ১ টার দিকে থানা চত্বরের গোলঘরে আকস্মিক রোল কল করে এমন নির্দেশনা দেন তিনি।
এ সময় থানার ওসি বলেন, থানায় এসে কোন সেবা প্রার্থী যেন তার কাঙ্খিত সেবা না পেয়ে ফিরে না যান। মাদক ব্যবসায়ী অথবা দাগী আসামিদের সাথে পুলিশের কোন প্রকার সখ্যতা গড়ে তোলা যাবে না। আইজিপি, ডিআইজি ও পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করতে হবে।
তিনি আরো বলেন, পুলিশ কিন্তু আগের মতো নেই। শতভাগ স্বচ্ছতা নিয়ে পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করছেন। তাই সবাইকে সেই লক্ষ্যে কাজ করার নির্দেশনা দেন থানার ওসি।
এ সময় থানার এসআই ও এএসআইগণ উপস্থিত ছিলেন।
কড়চা/ এম বি