রাসেল আহম্মেদঃ করোনাকালীন সময়ে বিভিন্ন শিক্ষা সংকট নিরসনের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী মানিকগঞ্জ জেলা সংসদের উদ্যোগে গণস্বাক্ষর সংগ্রহ ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১ ফেব্রুয়ারি) বেলা ১ টায় মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীদের মাঝে এ গণস্বাক্ষর সংগ্রহ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা ২৩তম সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারমান এম.আর.লিটন, সদস্য সচিব রাসেল আহম্মেদ, জেলা প্রিতীলতা ব্রিগেড এর সমন্বয়ক রুমা আক্তার ও সদস্য সৈয়দা সাবরিনা সম্পা ও তৃষা আক্তার প্রমুখ।
প্রসঙ্গত, করোনাকালে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বেতন ফি মওকুফ ও শিক্ষকদের বেতন ভাতা প্রদানে সরকারি প্রণোদনাসহ আট দফা দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচির দাবিসমূহের মধ্যে রয়েছে, করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এ সময়ের সকল বেতন ফি মওকুফ করতে হবে, এসাইনমেন্টের নামে আদায়কৃত ফি ফেরত দিতে হবে, নামে বেনামে ফি আদায়কৃত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার রোডম্যাপ ঘোষণা করতে হবে, সকল প্রতিষ্ঠানে সেশনজট রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ বন্ধ করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হল খুলে দিতে হবে, অছাত্রদের হল ত্যাগ করাতে হবে ও সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিক কোর্স বন্ধ করতে হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে ছাত্র শিক্ষকদের বিনামূল্যে করোনা ভ্যাক্সিন দিতে হবে।
কড়চা/ আর এ