কড়চা রিপোর্টঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের বিভিন্ন দুর্নীতির শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে শিবালয়ের শিমুলিয়া ইউনিয়নের বেজপাড়া গ্রামের ব্রিজে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মালেক কাজী, আইয়ুব আলী, লাল মিয়া, শহর আলী, নুরজাহান বেগম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন একজন দুর্নীতিবাজ। তিনি আমাদের ইউনিয়নের কাবিখা, কাবিটা, টিআর, ভিজিএফ কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, হত দরিদ্র ভাতাসহ বিভিন্ন প্রকল্পের ও জন সাধারণের টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া তিনি সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার জন্য হত দরিদ্রদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়েছেন। আমরা তার এসব দুর্নীতি সম্পর্কে ইউএনও অফিস, ডিসি অফিস ও দুদকে অবহিত করেছি। মানববন্ধনের মাধ্যমে তারা চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ঘন্টাব্যাপি এ মানববন্ধনে ইউপি সদস্য ছাড়াও এলাকাবাসীরা অংশ গ্রহণ করেন।
কড়চা/ এস কে