শিবালয়ে গভীর রাতে শীত বস্ত্র নিয়ে ছিন্নমূলদের পাশে ইউএনও

মারুফ হোসেন : মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমীন রিমন গভীর রাতে ঘুরে ঘুরে শীত বস্ত্র নিয়ে ছিন্নমূল ভাসমান অসহায় শীতার্তদের মাঝ কম্বল বিতরণ করেন। বুধবার (২৩ ডিসেম্বর) মধ্য রাতে আরিচা ঘাট, উথুলী ও তেওতা এলাকায় অর্ধশতাধিক রাস্তার ধারে আশ্রিত এসকল লোকদের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি। এদের বেশির ভাগ লোক মানসিকভাবে ভারসাম্যহীন ও অসহায়। পরে তিনি সেই অসহায় আয়মান বেগমের রেখে যাওয়া পরিবারের মাঝেও কম্বল তুলে দেন।

কম্বল বিতরণ কালে উপজেলা মৎস কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা পলাশ হোসাইন, প্রকল্প ও বাস্তবায়ন অফিসার সুদেব রায়, যমুনা টিভির সাংবাদিক বিএম খোরশেদ ও স্থানীয় সাংবাদিক মারুফ হোসেন উপস্থিত ছিলেন।

ইউএনও রিমন জানান, এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। এ শ্রেণীর মানুষ গুলো এমনিতেই অসহায় ভাবে জীবনযাপন করে থাকে। তাই প্রধানমন্ত্রীর বিশেষ উপহার শীতার্তদের জন্য কম্বল সবার আগে এদের মাঝে বিতরণ করেছি। দিনের বেলায় এ সকল লোকজন বিভিন্ন জায়গায় পেটের দায়ে থাকে বলে রাতের বেলায় খুঁজে খুঁজে তাদের হাতে কম্বল দিচ্ছি। এ কম্বল বিতরণ চলমান থাকবে বলেও তিনি উল্লেখ্য করে সমাজের বিত্তবানদেরকে এসকল অসহায় শীতার্তদের পাশে দাড়ানোর আহ্বান জানান।

প্রসংগত, সাম্প্রতিক সময়ে একটি জাতীয় দৈনিকে স্বপ্নের ঘরে থাকা হলো অসহায় আয়মান বেগমের শিরোনামে একটি খবর ছাপা হয়। এক সাপ্তাহের মধ্যে আয়মান বেগমের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের দুর্য়োগসহনীয় ঘর তুলে দেওয়ার কাজ শুরু হবে বলে প্রতিশ্রুতি দেন ইউএনও। পরে ওই অসহায় পরিবারে পাশে তিনি শীত বস্ত্র নিজে গিয়ে পৌঁছে দেন।

কড়চা/ এম এইচ

Facebook Comments Box
ভাগ