সাংবাদিক মোস্তাকের মৃত্যু বার্ষিকীতে সম্পাদক পরিষদের স্মরণ সভা

স্মরণ সভায় বক্তব্য রাখছেন মানিকগঞ্জ সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি সুরুয খান

কড়চা রিপোর্টঃ জেলা সাংবাদিক সমিতির প্রাক্তণ সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্য মোস্তাক আহম্মেদ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ সংবাদপত্র সম্পাদক পরিষদের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। শহীদ রফিক সড়কে অবস্থিত পরিষদের অস্থায়ী কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সুরুয খান।

পরিষদের সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলম লিটনের সঞ্চালনায় সহ-সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মাহবুব আলম জুয়েল, সহ-সভাপতি ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য অ্যাডভোকেট আমিনুল হক আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. আকরাম হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক ও প্রেসক্লাবের সহযোগী সদস্য আব্দুল আলীম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যের মধ্যে পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তার হোসেন মিলন, কার্যকরী সদস্য কহিনুর ইসলাম রাব্বিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে মোস্তাক আহমেদ স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সভাপতির বক্তব্যে সুরুয খান বলেন, মোস্তাক হোসেন একজন নির্ভীক ও সাহসী সাংবাদিক ছিলেন। তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করতেন না। তিনি বস্তুনিষ্ঠ এবং সত্য নিষ্ঠতার সাথে সাংবাদিকা করে গেছেন।

Facebook Comments Box
ভাগ