সাটুরিয়ায় অকো টেক্স গ্রুপের কম্বল বিতরণ

কড়চা রিপোর্ট : মুজিব বর্ষ উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়ায় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় কম্বল বিতরণ করেছেন অকো টেক্স গ্রুপ।

শক্রবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বালিয়াটী, দড়গ্রাম এবং সাটুরিয়া ইউনিয়নের ৩ শতাধিক দুস্থ পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ওয়াদুদ বাবুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম হোসেন, ওসি তদন্ত হাবিবু রহমান, বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রহুল আমিন, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম হোসেনের তত্তাবধানে প্রতি বছর অকো টেক্স গ্রুপ শীতে কম্বল এবং ঈদসহ বিভিন্ন উৎসবে গরীব ও দুস্থ্য মানুষদের মাঝে সাহায্য সহযোগিতা করে আসছেন।

কড়চা/ এইচ এফ

Facebook Comments Box
ভাগ